Frontend Development

Job Grade Course

Frontend Engineering - React Ecosystem with NextJS, TypeScript, Redux, Recoil, Flux, Rest, Socket, GraphQL & Jest

ফ্রন্টএন্ড বা ফুলস্ট্যাক, যেটাতেই এক্সপার্ট হতে চান না কেনো, ফ্রন্টএন্ড ইঞ্জিনিয়ারিং আপনাকে ভালোভাবে জানতেই হবে। HTML, CSS দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেললাম, RESTful API ব্যবহার করে ডেটা আদানপ্রদান করলাম, ব্যাস এটুকুতেই শেষ - Frontend Development আসলে এরকম না। বর্তমান যুগের এপ্লিকেশন গুলোর Frontend অনেক স্কেলেবল হতে হয় যাতে ইউজার সেটা ব্যবহার করে তৃপ্তি লাভ করতে পারে। এ জন্যেই বড় বড় কোম্পানী গুলো লাখ লাখ টাকা খরচ করে বাঘা বাঘা Frontend Engineer রাখে। তাই আমাদের এই বুটক্যাম্পটিকে আমরা Job Grade বলছি কারন এটা কমপ্লিট করতে পারলে আপনি ইন্টারভিউ গুলো কনফিডেন্স এর মোকাবেলা করতে পারবেন।

Enrollment Ends: 19/10/2022   Class Starts: 21/10/2022

১৬ সপ্তাহের এই বুটক্যাম্পটি থেকে আপনি যা যা পাচ্ছেন -

Recorded Classes with Live Support Sessions

Interview Grade Exams & Industry Grade Assignments

Projects with Best Practices & Design Patterns

PDF Notes

Mock Interviews

Industry Grade Syllabus

Effective Learning Path with Continuous Supervision

Enroll Now   ৳4000     ৳3000 Chat with me on WhatsApp

এক নজরে যা যা থাকছে

যেহেতু এটি Job Grade Bootcamp সেহেতু এখানে যা যা সাজানো হয়েছে সবকিছু ভালো কোম্পানী তে ইন্টারভিউ এর কথা মাথায় রেখে করা হয়েছে। এটির সবচেয়ে বড় সুবিধা টা হলো এই যে আপনি যদি মন দিয়ে এটি কমপ্লিট করে ফেলতে পারেন আপনি যেকোনো ইন্টারভিউ ফেইস করতে শক্তপোক্ত কনফিডেন্স পাবেন।

# Data Structures in Javascript

একেবারে বিগিনার লেভেল এর জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে এডভান্সড লেভেল পর্যন্ত জানা টা খুব জরুরি। এর মানে এই না যে আপনাকে একেবারেই সব জেনে ফেলতে হবে। কিছু টপিক শুরুতেই শিখে ফেলতে হয় আর কিছু টপিক কাজ করতে করতেই শেখা হয়ে যায়। ফ্রন্টএন্ড কে স্কেলেবল করে বানাতে Data Structures & Algorithms জানার বিকল্প নেই, মজার ব্যাপার হচ্ছে এটিকে আমরা খুব কঠিন কিছু ভেবে একটু দূরে দূরেই থাকি কিন্তু সত্যি বলতে প্র্যাকটিস করলে এটি বোঝা বা ইমপ্লিমেন্ট করা কোনো রকেট সায়েন্স না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বুঝিয়ে বুঝিয়ে শেখাবো কিন্তু Hands on Practice এ কোনো ছাড় দেওয়া হবে না। কবি বলেন - "Practice makes it Permanent".

Project: Own Framework like React JS.

# Advanced React JS

ধরে নিতে পারি আমরা হয়তো React এর নাম শুনেছি কিংবা React এ কাজ করতে করতে সেটা নখদর্পনে নিয়ে এসে ফেলেছি - যে অবস্থা থাকুক না কেনো কোনো সমস্যা নেই। যেহেতু এই বুটক্যাম্পটি React Ecosystem এর ওপর সুতরাং এখানে আমরা React কে একটু অন্যভাবে শিখবো। এর মধ্যে সবথকে উল্লেখযোগ্য ব্যাপারটি হচ্ছে আমরা এখানে কোনো এমেচার লেভেল এর কোড করবো না বরং ইন্ডাস্ট্রি গ্রেড প্রোজেক্টু গুলো তে যেভাবে মেন্টেনেবল, স্কেলেবল কোড করা হয় সেরকম করে এসাইনমেন্ট/প্রোজেক্ট গুলো করবো।

Final Project: Point of Sales (POS) Software, NFT Trading Platform.

# Next JS

React JS এর ওপর ভিত্তি করে বানানো একটি ফ্রেমওয়ার্ক যেটি Simple Routing সহ SSG (Static Site Generation) এবং SSR (Server Side Rendering) সুবিধা দেয় একেবারে SPA (Single Page Application) এর বৈশিষ্ট রেখেই। এছাড়া এটিতে PWA সুবিধা তো আছেই। আসলে বড় স্কেল এর এপ্লিকেশন লিখতে গেলে এই ফ্রেমওয়ার্ক টির বিকল্প এখনো React Ecosystem এ আসে নি তাই কোম্পানিগুলোর Job Requirement এ এটা থাকেই। খুব Tricky Framework এটি। সঠিক ভাবে ব্যবহার করতে পারলে আপনি নিজেকে আর্টিস্ট হিসেবে দাবী করতে পারবেন। আমরা ইন্ডাস্ট্রি গ্রেড প্রোজেক্ট এর মাধ্যমে এটিও শিখবো এখানে।

Final Project: Multi user Blog Like "Medium", News Site Like "Prothom Alo", Forum Like "Reddit"

# TypeScript

যেহেতু Javascript ডাক টাইপ ল্যাংগুয়েজ এবং প্রোপার OOP এর নিয়মাবলী ফলো করে না কিন্তু এটি সহজবোধ্য এবং ওয়াইড স্প্রেডেড ল্যাংগুয়েজ বিধায় একটা সময় দরকার হয়েছিলো কিছু একটা আনার যেটি দ্বারা এই ভাষাটিকে নিয়মমাফিক বড় বড় কাজে ব্যবহার করা যায়, সে চিন্তা থেকে মাইক্রোসফট এর একদল ইঞ্জিনিয়ার একটি ট্রান্সপাইলার তৈরি করেন নিজেদের বানানো কিছু সিনট্যাক্স দিয়ে, এই নতুন সিন্ট্যাক্স এর জাভাস্ক্রিপ্ত এর ট্রান্সপাইলার বেইজড সুন্দর জিনিসটিই হলো TypeScript. আপনার যদি ডিজাইন প্যাটার্ন নিয়ে একটু হলেও জানাশোনা থাকে তাহলে জেনে থাকবেন যে হাইল মেন্টেনেবল মাল্টি ডেভেলপার বেইজড প্রোজেক্ট লিখতে গেলে OOP এর মতো সুবিধা অন্যকিছু পাওয়া যায় না, যেহেতু আমাদের বুটক্যাম্প জব গ্রেডে সেহেতু TypeScript এর প্রাধান্য এখানে অপরিসীম। এটি খুবই সহজ করে আপনাকে শেখানো হবে যাতে আপনি সফটওয়ার বানানোর Inner Beauty টাকে নিজের মধ্যে অনুভব করতে পারেন। আপনার কোড কোয়ালিটি হবে বিশ্বমানের।

Final Project: Will be associated with final projects of other topics.

# Redux, Recoil & Flux(React Default)

আমরা মোটামুটি সবাই জানি যে রিডাক্স একটি স্টেট ম্যানেজমেন্ট টুল, সত্যি বলতে খুবই সাজানো গোছানো ভাবে রিডাক্স দিয়ে বড় বড় এপ্লিকেশন এর স্টেট ম্যানেজ করা যায়। রিডাক্স এর সাথে ব্যবহারের সুবিধার জন্যে রিডাক্স টুককিট সহ আরো কিছু টুলস রয়েছে যেগুলো এই বুটক্যাম্প এ গুরুত্ব পাবে। Recoil হলো ফেসবুকের নিজস্ব স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি যেটি ফেসবুক রিওমেন্ড করে React Ecosystem এ ব্যবহার করবার জন্যে। এছাড়াও আপনি হয়তো জেনে থাকবেন যে রিএক্ট অফিসিয়ালি তাদের নিজস্ব Application Architecure রিলিজ করেছে যেটির নাম ফলো ফ্লাক্স, ফ্লাক্স কে মোটামুটি আস্তে আস্তে ডেভেলপার কমিউনিটি শুধুমাত্র পজিটিভ ভাবে গ্রহন করেই বসে থাকেনি, মোটামুটি আস্তে আস্তে কোম্পানিগুলোর জব রিকোয়ারমেন্ট এ এটি যোগ হওয়া শুরু হয়েছে। আপনি যাতে চলমান দুনিয়ার থেকে পিছিয়ে না পড়েন সে জন্যে Redux এর সাথে সাথে Recoil এবং Flux ও এখানে আমরা শিখবো।

Final Project: ATM Software Simulation, TikTok

# RESTful API, Socket & GraphQL

আমরা মোটামুটি সবাই REST API ব্যবহার করে ডেটা আদান প্রদান করার ব্যাপারে জানি বা হাতে কলমে প্র্যাকটিস করেছি বলে ধারনা রাখি, বিভিন্ন লাইব্রেইরি বা ফ্রেমওয়ার্ক ব্যবহারের ফলে যেটা হয় যে আমরা ডেটা আদান প্রদান করি ঠিকই কিন্তু আদর্শ প্যরামিটার গুলো আমরা মেনে চলি না যে কারনে আমাদের এপ্লিকেশন স্কেলেবল হয় না। এই বুটক্যাম্প এ আমরা এটার সঠিক ব্যবহার শিখবো (SOP - Standard Operating Procedure). GraphQL এর ব্যাপারে বলতে গেলে এটাই বলতে হয় যে ফেসবুকের বানানো এই স্কিমা বেইজড ডেটা ট্রানস্ফার প্রটোকলটি আধুনিক যুগের এপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা এখন ডালভাতের মতো ব্যাপার হয়ে গেছে। স্কিমা ব্যভার করলে বাগ এর চান্স কম, প্রোডাকশন এ এপ্লিকেশন এ অযাচিত সমস্যা গুলো তৈরি হয় না। এছাড়াও এর ক্যাশিং সিস্টেম সার্ভার এবং ক্লায়েন্ট উভয় ক্ষেত্রেই লোড কমাতে সাহায্য করে যেটি সকল সফটওয়ার প্রোডাক্ট ওউনার এর একান্ত কাম্য একটি ব্যাপার। সুতরাং এটি Job Requirement এ থাকবে এটাই তো স্বাভাবিক। আমরা এটিও হাতে কলমে ধরে ধরে শিখবো।

Final Project: Will be associated with final projects of other topics, Realtime Chat App Like Messenger

# TDD বা Test Driven Development

এই যুগে সফটওয়ার লিখতে পারলেই শুধু হয় না, সফটওয়ার টার টেস্ট কেইস পার করতে হয়। ইউনিট টেস্ট এর জন্যে ফেসবুক এর নিজস্ব ফ্রেমওয়ার্ক টি হলো Jest যেটি তারা React Application টেস্ট করার জন্যে রিকমেন্ড করে। কথ্য আছে যে, ভালো টিম এর সাথে কাজ করতে গেলে কোড এর আগে টেস্ট লিখতে হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং সেই টেস্ট পাস করানোর জন্যে কোড লিখতে হয়। এরকম আইডিওলজি থেকেই আসলে টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট ব্যাপারটা এসেছে। তাই ভালো কোম্পানী তে ভালো বেতনে কাজ করতে হলে বা ক্যারিয়ার এ বুস্ট করতে চাইলে টেস্ট বেইজড কোড লেখা ছাড়া উপায় নেই। আমরা এইখানে SOP সহ Jest Based Testing হাতে কলমে ব্যবহার করে শিখবো।

Final Project: Will be associated with final projects of other topics.

# এছাড়াও

সফটওয়ার লেখার সাথে কানেক্টেড যত ধরনের ব্যাপার আছে যেমন Git Maintenance, Project Brainstorming, Preproduction, Postproduction, Version Controlling, Agile Process, Project Management Tools use, Shared Hosting Deployment, Deployment in the VPS, Deploment in AWS/gCloud/Azure ইত্যাদি বিষয় এখানে চলে আসবে।

🤒 কঠিন প্রশিক্ষন, 😎 সহজ যুদ্ধ

  • সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা হবে। পরীক্ষার ফলাফল যাতে ভালো হয় এ জন্যে আপনাকে Inspire করতে প্রতিটি পরীক্ষায় ই পুরস্কার হিসেবে আছে ক্যাশ প্রাইজ জেতার সুযোগ যেটার বিস্তারিত আপনি এনরোল করার পর জানতে পারবেন।
  • থাকছে ছোট ছোট এসাইনমেন্ট এবং বড় বড় প্রোজেক্ট।
  • পুরো বুটক্যাম্প শেষে আপনাকে ৪ সপ্তাহের একটি অমানুষিক চ্যালেঞ্জ অফার করা হবে, এটা ঐচ্ছিক। চাইলে আপনি করতেও পারেন না ও করতে পারেন। এটিকে আমি বলছি "Hell Weeks". এখানে আপনাকে রিকোয়ারমেন্ট এর চাপে জর্জরিত করে একের পর এক প্রোজেক্ট সম্পন্ন করতে বলা হবে এবং আপনার সেগুলো দিন রাত খেটে করতে হবে। এই ১ মাস যদি চাপ নিয়ে চেষ্টা অন্তত করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ক্যারিয়ার এ আপনি বুস্ট করতে পারবেন ই।

🤩 মধু, মধু

  • আমি আপনার লাইভ ইন্টার্ভিউ নেবো এবং ইন্টার্ভিউ শেষে আপনাকে রিপোর্ট পাঠাবো যাতে আপনি আরও উন্নতি করতে পারেন।
  • এই কোর্সের শেষে কয়েকটা বোনাস সেসন থাকবে Express - Node.js web application framework দিয়ে REST API বানানোর।
  • আপনি কোর্সে ভালো করলে আমার পরিচিত দেশী বিদেশী ৩০০+ কোম্পানীতে স্কোপ ফলো করে আমি আপনাকে রেফার করবো যেখানে যেখানে আপনার skill level match করে।
  • আপনি বিগিনার হলে আপনাকে এক্সট্রা জাভাস্ক্রিপ্ট এবং ReactJS এর কন্টেন্ট দেওয়া হবে। আপনার দিনে আর ১/২ ঘন্টা বেশি পরিশ্রম করতে হবে - এই যা।

Operating Procedure

এই বুটক্যাম্পটি যেভাবে চলবে

  • প্রতি সপ্তাহে ৩ দিন (শনি/সোম/বুধ বার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় আমি পরবর্তী ২৪ ঘন্টার ভিডিও গুলো পাবলিশ করবো। আপনি আপনার সময় মতো দেখে নেবেন। মোট ১৪০ ঘন্টা+ রেকর্ডেড কন্টেন্ট আগেই প্রস্তুত করা আছে। কোনো এসাইনমেন্ট থাকলে সেটা সেদিন ই করে জমা দেবার চেষ্টা করবেন।
  • আপনি যদি প্রতি ক্লাস এর কন্টেন্ট ক্লাস ওয়াইজ ফলো করতে না পারেন তবে উইকলি ক্যালেন্ডার সিস্টেম করতে পারেন। এসাইনমেন্ট বা টাস্কগুলো আমাকে উইকলি জমা দিলেই চলবে।
  • প্রতি ১/২ সপ্তাহে আমি লাইভ কোয়েশ্চেন এন্ড এন্সার সেসন এ উপস্থিত থাকবো ৩ থেকে ৪ ঘন্টা, দরকার হলে কোড করে সমস্যার সমাধান করে দেবো।
  • সকল পরীক্ষাই MCQ আকারে সারা বিশ্বব্যাপী At a Time অনুষ্ঠিত হবে, এ সংক্রান্ত রুলস আপনি ক্লাস শুরু হবার দিন বিস্তারিত পাবেন।
  • কোথাও আটকে গেলে সবকিছু খুঁজে টুজে যদি সমাধান করতে না ও পারেন তাহলে কোর্স ব্যাচ এর গ্রুপ/Discord Group এ পোস্ট করবেন, আপনার সহপাঠীরা কেউ জানলে উত্তর দেবে বা আমার সহযোগীরাও দেবে, তারা না পারলে আমি নিজেই উত্তর দেবো ২৪ ঘন্টার মধ্যে। সমস্যা বেশি কমপ্লেক্স হলে আমি সেটার জন্যে কোর্স কারিকুলাম লিস্ট এর বাইরে স্পেশাল ভিডিও বানিয়ে LMS এ দিয়ে দেবো যাতে আপনার সাথে সবাই উপকৃত হতে পারে।

16

Weeks Learning Journey

140+

Hours of Video Content

70+

PDF Notes & Documents

৳ 3000

Fee (Ending Soon)

Course Outline

টপিক আউটলাইন

Javascript Topics

  • First class function.

  • JavaScript Objects.

  • Understanding Prototypes.

  • Function Call, Apply, Bind, Closures.

  • Class Inheritence, Static.

  • this.

  • Async JS Deep Dive.

  • Callback Deep Dive.

  • Promise Deep Dive.

  • Async/Await Deep Dive.

  • DOM Elements.

  • Events & Their Listeners.

  • BOM: Window, Screen, Location, History.

  • BOM: Navigator, Timing, Cookies.

  • Web APIs: Forms, History, Storage, Worker, Fetch, Geolocation.

  • XMLHttp Core.

  • Graphics with Canvas.

  • ES6 Deep Dive Implementation.

  • RegExp like a Pro.

  • Stack
  • Queue
  • Binary Search Tree
  • Linked List (All Kinds)
  • Hash Table
  • Trie
  • Max Heap
  • Min Heap
  • Graph: Adjacency List
  • Graph: Adjacency Matrix
  • Graph: Incidence List
  • Graph: Breadth First Search
  • DOM Tree Traversal

Next JS Modules

  • Building & Re-using Components
  • Passing Data With Props & Dynamic Content
  • Handling Events
  • Working with "Event Props"
  • Adding Links & Navigation
  • Scoping Component Styles With CSS Modules
  • Outputting Lists Of Data & Components
  • Creating "Wrapper" Components
  • Getting User Input & Handling Form Submission
  • Sending a POST Http Request
  • Navigating Programmatically
  • Fetching Data
  • Hooks
  • Context API
  • Using Context In Components
  • Context Usage in Complex State
  • React Portal Deep Dive

  • File-based Routing
  • Named / Static Route File
  • Nested Paths & Routes
  • Dynamic Paths & Routes
  • Dynamic Path Segment Data (Dynamic Routes)
  • Nested Dynamic Routes & Paths
  • Catch-All Routes
  • SPA Navigating and Dynamic Routing
  • Navigating Programmatically
  • Custom Error Pages
  • NextJS Prepares & Pre-renders
  • Static Generation with "getStaticProps" Deep Dive
  • Incremental Static Generation (ISR)
  • "getStaticPaths" For Dynamic Pages Deep Dive
  • "getStaticPaths" & Link Prefetching: Behind The Scenes
  • Fallback Page
  • "getServerSideProps" Deep Dive
  • "getServerSideProps" and its Context
  • "getServerSideProps" and Dynamic Pages
  • "useSWR" NextJS Hook Deep Dive
  • Combining Pre-Fetching With Client-Side Fetching - Techniques
  • Configuring for SEO Deep Dive
  • Configuring for SEO Deep Dive
  • "_app.js" Deep Dive
  • "_document.js" Deep Dive
  • Image Optimization Deep Dive
  • "getServerSideProps" and its Context
  • Client-Side Page Guards (Route Protection)

  • The Incoming Request & Executing Server-side Code
  • Requests To API Routes
  • API Routes To Get Data
  • API Routes For Pre-Rendering Pages
  • Creating & Using Dynamic API Routes
  • Running MongoDB Queries From Inside API Routes
  • CRUD in API Routes
  • Authentication & JWT
  • API Security/ Route Protection
  • Role Based Access Control (RBAC)
  • Managing Active Session (On The Frontend)
  • Server-Side Page Guards
  • "next-auth" Session Provider Component

  • React Context as Global Scope
  • Context Data In Components
  • Triggering & Showing Events
  • Session Persistent in Global Scope Context

  • NextJS Config File & Working With Environment Variables
  • Test Build & Reducing Code Size
  • Vercel Deployment
  • cPanel Deployment
  • VPS Deployment

  • Multi user Blog Like "Medium"
  • Forum Like "Stack Overflow"
  • News Site Like "Prothom Alo"
  • Private API Service
  • Public API Service
  • You can choose your own
  • You can suggest us...

TypeScript Modules

  • What is TypeScript?
  • Benefits of TypeScript
  • Setup the Environment
  • Basic Data Types
  • Arrays, Tuples, Enum
  • Any and void
  • null and undefined
  • Type Inference
  • Difference between let and var in TS
  • Const declaration
  • Array Destructuring
  • Mixed Destructuring
  • Property renaming
  • Default Values
  • Spreads

  • Writing and Using Classes
  • Constructor method
  • Inheritance of classes
  • Type casting
  • Type Assertion
  • Static Properties
  • Abstract class
  • Interface Declaration and Initialization with an object
  • Duck Typing
  • Interface Implementation by class
  • Interface having Optional Property
  • Class extending another class and also implementing an Interface
  • Excess Property Checks
  • Indexable Types
  • Extending Interfaces

  • When to Use Generic Functions Guideline
  • Generic Types
  • Generic Interface
  • Generic Classes
  • Generic Constraints
  • Using Type Parameters in Generic Constraint
  • Export Syntax
  • Import Syntax
  • Re-export
  • Default exports
  • Using require()
  • Declaring and Using Namespaces
  • Ambients Definition
  • Ambients Syntax
  • Ambients Examples and usage

GraphQL Topics

  • Introduction & Architecture Deep Drive.

  • Server-side Components.

  • Client-side Components.

  • Schema, Query, Resolver.

  • Type System.

  • Scalar Types.

  • Enum Types.

  • Enum Types.

  • List and Non Null.

  • Interfaces.

  • Union Types.

  • Input Types.

  • Validation.

  • Execution.

  • ReactJS & NextJS Integration.

  • Apollo Client.

  • Client Authentication.

  • Caching.

বাণী চিরন্তনী

  • প্রায় প্রতিমাসেই অফিস/কনসালটেন্সি পারপাস এ বিভিন্ন কোম্পানী এর মাধ্যমে আমার অনেক জন এর ইন্টার্ভিউ নিতে হয়। তাই আমার কোর্স বা কন্টেন্টগুলো অটোমেটিক জব/প্রোফেশনাল প্রোজেক্ট/ক্লায়েন্ট হ্যান্ডলিং এর দিকে ফোকাসড হয় যাতে ইন্টারভিউ এর সমস্যা গুলোর সমাধান এখানে পাওয়া যায়।
  • এখানে আমি আমার অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের জ্ঞান থেকে আপনাকে সঠিক কিছু গাইডলাইন প্রদান করছি মাত্র, কিন্তু আপনার সিরিয়াস থাকা এবং গাইডলাইন ফলো করাটাই ১৬ সপ্তাহের ডিফারেন্স তৈরি করবে।
  • আপনার ডিসকাউন্ট প্রয়োজন হলে আমাকে হোয়াটসএপ এ বলতে পারেন।
  • এনরোলড সদস্য ব্যাতীত অন্য কাউকে প্রাইভেট গ্রুপ এ অনুপ্রবেশ করানো যাবে না।
  • রিফান্ড সংক্রান্ত নির্দেশনাঃ আপনি সব ভিডিও দেখেছেন (শর্ত - ১), সব টাস্ক এবং প্রোজেক্ট কমপ্লিট করেছেন (শর্ত - ২), ৬০% পরীক্ষায় এটেন্ড করেছেন - রিটেক ব্যতীত (শর্ত - ৩) এবং কোর্স সম্পূর্নরূপে শেষ করেছেন (শর্ত - ৪) - এর পরেও যদি আপনার মনে হয় যে কোর্স করে আপনার ইম্প্রুভমেন্ট হয় নি তাহলে কন্টাক্ট মেইল এ মেইল করবেন করবেন কোর্স শেষ হবার পরবর্তী ২ সপ্তাহের মধ্যে, পোস্ট করার সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে আমি আপনাকে রিফান্ড করে দেবো (বিকাশ চার্জ ব্যাতীত)। কোর্স চলাকালীন সময় এ কোনো রিফান্ড আবেদন করা যাবে না। এনরোলমেন্ট উইথড্র ও করা যাবে না।
  • পূর্ববর্তী কিছু ব্যাচ এ সমন্বয় এর অভাবে আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেগুলোর ভুল গুলো শুধরে যথেষ্ট প্রস্তুতি এবং শর্ত নিয়ে নিয়ে পরবর্তী ব্যাচ গুলো অপারেট করার জন্যে আমার পরিপূর্ন সদিচ্ছা এবং চেষ্টা রয়েছে। আপনার সহযোগিতা একান্ত কাম্য।

Job Grade Frontend Engineering Bootcamp - React Ecosystem

Chat with me on WhatsApp